চাঁদপুরে ভূমিহীনদের জন্য বরাদ্দ টিন পাওয়া গেল পুকুরে।
ভূমিহীন মানুষদের ঘর নির্মাণের জন্য সরকার থেকে উদ্যোগ নেয়া হয় এবং ঘর নির্মাণ কাজ শুরু করে দেয়া হয়। ভূমিহীনদের ঘর নির্মাণের জন্য ঢেউটিন পাওয়া গিয়েছে একটি পুকুরে। ঘর নির্মাণের সময় 440 টি ডিউটি চুরি হয়ে যায়। চাঁদপুরের একজন কৃষক পুকুরে মাছ ধরতে গিয়ে সেখানে খুঁজে পাই এসব টিন। এলাকার ওই লোকটি নিউ ব্রাজিলের সংবাদমাধ্যমটি জানায় তিনি যখন পুকুরে মাছ ধরার জন্য নামেন তখন একজন তাকে মাছ ধরতে মানা করে তার নিষেধ না শুনে পুকুরে মাছ ধরতে নামে। তখনই খুঁজে পাই পুকুরের লুকায়িত এসব ভূমিহীনদের ঘর নির্মাণের টিন। এমন ঘটনায় এলাকার প্রতিনিধিকে জানালে তিনি প্রশাসন নিয়ে ঘটনাস্থলে উপস্থিতি হয়। এলাকার মানুষ মনে করে যারা এসব ভূমিহীনদের ঘর নির্মাণের তীর মেরে খাচ্ছে তাদের যেন শাস্তি হয়। তবে যারা এসব কর্মকাণ্ড করেছে তাদের জন্য আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Post a Comment