ইরান যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালের চুক্তিতে ফিরে যাওয়ার আহ্বান করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে ২০১৫ সালের পারমাণবিক শক্তিতে ফিরে যাওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। একুশে ফেব্রুয়ারির মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা গুলি যদি তুলে না নেয়া হয় ইরান সরকার তাদের পারমাণবিক অবস্থান আরও কঠিন করতে বাধ্য হবে।তবে জুন মাসে ইরানের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা উল্লেখ রয়েছে কোন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণের পর পারমাণবিক চুক্তির বিষয়ে আরো কঠিন হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে।
শনিবার এক সাক্ষাৎকারে জারিফ বলেন, যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালের চুক্তি তে ফিরে আসতে হবে। তাছাড়া এমন ভাবে চুক্তি থেকে বিলুপ্ত হওয়ার কোন প্রশ্নই উঠে না।
ইরান ও বিশ্ব নেতাদের জন্য ২০১৫ সালের চুক্তিতে নিষেধাজ্ঞার সময় তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি কমাতে চেয়েছিল কিন্তু এই চুক্তি থেকে ডোনালট্রাম যুক্তরাষ্ট্র বেরিয়ে আসে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে আহ্বান করা হয়েছে যে তারা যেন ২০১৫ সালের চুক্তিতে আবার ফিরে আসে।
Post a Comment