মোটিভেশন কিছু কথা
যারা একা থাকে তাদেরকে দুর্বল মনে করা হয়, যদিও বাস্তবে ওই ব্যক্তি গুলো জীবনে সবচেয়ে বেশি সফল হয়। একা চলার সাহস কেবল সেই লোক গুলো দেখাতে পারে যারা সমস্যার মোকাবেলা করতে ভয় পায় না। পৃথিবীর বেশিরভাগ লোক অন্যের তৈরি রাস্তাতে, ভিড়ের মধ্যে চলা পছন্দ করে আর এই কারণে বেশিরভাগ লোক জীবনে নতুন কিছু করতে পারে না। আর যখন আপনি আলাদা কিছু করতে যাবেন আপনাকে একা চলতেই হবে।মোটিভেশনাল কথা
একাকীত্ব আপনার সবথেকে বড় শক্তি আবার সবথেকে বড় দুর্বলতাও বটে কিছু লোক তাদের একাকীত্বকে দূর করার চেষ্টা করে। কারণ তাদের কাছে এই একাকিত্বকে দুর্বল মনে হয় কিন্তু যারা তাদের একাকিত্বকে নিজের শক্তি তৈরি করেন তারা তাদের এই একাকিত্বের কারণেই জীবনে অনেক এগিয়ে যায় সফলতা শিখরে উঠে দেখায় এবং নিজের সব স্বপ্নকে পূর্ণ করে কারণ এরা একাকিত্বের ক্ষমতাকে জেনে যায়। বাংলা মোটিভেশনাল
আজকাল লোক একাকিত্বকে নেগেটিভ ভাবে কিন্তু বাস্তবে আমরা প্রতিটি মানুষই একা, আমাদের জন্ম হয়েছে একা, আমরা মৃত্যুবরণ করবো একাই। যদি এত বড় বড় কাজগুলো আমরা একা করতে পারি তাহলে ছোট-ছোট দুঃখ ও সমস্যাকে একা মোকাবেলা করার ভয় কোথায়? একাকীত্ব মানুষকে এতটা ক্ষমতা দিতে পারে, যে আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে। একাকীত্ব কোন অভিশাপ নয় এটা আশীর্বাদ যদি আপনি সেটাকে ভালোভাবে বুঝতে পারেন। মোটিভেশন
যারা একা চলে লোকে তাদেরকে নিয়ে মজা করে কিন্তু এদের কথায় কিছু মনে করবেন না কারণ যারা এইসব লোকের কথাকে গ্রাহ্য না করে এগিয়ে যাবে তারাই একদিন ইতিহাস তৈরি করবে। একাকীত্বে আপনি আপনার ব্রেইনকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, আপনার জীবন সম্পর্কে নতুন কিছু ভাবতে পারবেন যখন আপনি একা থাকবেন তখন কেউ আর ব্রেনে নেগেটিভ কথা ঢুকাতে পারবে না।
আর আপনাকে কেউ ডিমোটিভেট করতে পারবে। যারা বন্ধুদের মাঝে থাকে একাকীত্ব থেকে দূরে থাকে তারা জীবনে কোন কিছুই করতে পারবে না কারণ যারা বাইরের ভিড়ের মাঝে চলে তারা কখনোই নতুন কিছু ভাবতে পারবে না। এরা ভাবার সময় পাবে না আর এই ভিড় এদেরকে নতুন কিছু করতেও দেবে না। সফল হওয়ার উপায়
এমনকি নতুন কিছু ভাবতেও দেবে না কিন্তু যখন আপনি একা থাকবেন তখন কেবল নিজের সম্পর্কে ভাববেন যে কিভাবে আপনি আপনার ভবিষ্যতকে আরো মজবুত ও ভালো করতে পারেন এতে আপনারই লাভ হবে একা থাকলে আপনি চিন্তা ও চাপ থেকে মুক্ত থাকবেন। আপনার জীবনের সবকিছু আপনার ইচ্ছামত করবেন আপনার সব ডিসিশান আপনার হাতে থাকবে আর তখন আপনার এই চিন্তাটাও থাকবে না, যে লোকে কি বলবে? লোকে কি ভাববে। তবে সম্পর্কের গুরুত্ব দেন এবং নিজেকে একান্ত সময় দিন। মোটিভেশনাল কথা বাংলা
Post a Comment