পঞ্চগড়ে ড্রেজার মেশিন দিয়ে নদী খননের সময় বালির নিচে চাপা পড়ে দুই শিশু মারা গেছে। মেঘনারি বনদিয়া এলাকার করতোয়া নদীতে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে যে গতকাল বিকেলে হৃদয় ও আলামিন নদীর পাড়ে খেলতে যায় নদী খননের সময় ড্রেজার মেশিনে আলামিন এবং হৃদয় বালির নিচে চাপা পড়ে সেখানেই মারা যায়। ইফতারির সময় তাদেরকে খুঁজে না পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয় তাদের পরিবার। রাতে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তাদেরকে বালির নিচ থেকে খুঁজে পায়। এদিকে দুই শিশুর বাড়িতে কান্নার ঢল নেমেছে তবে প্রশাসন বলছি এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আসলে এটা কীভাবে ঘটল তা নিয়ে তদন্ত করা হবে।
Post a Comment