খোলা হচ্ছে দোকানপাট ও শপিংমল
আগামী ২৫ এপ্রিল রবিবার থেকে সারাদেশে শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে। তবে প্রতিদিন কত ঘন্টা শপিংমল খোলা রাখা যাবে এমন জবাবে বলা হয় সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসব দোকানপাট এবং শপিংমল খোলা থাকবে। আজকে শুক্রবার প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ বিভাগে জারি করা হয়েছে। বর্তমানে চলা লকডাউন এর কারণে কোনো ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। তাদের কথা মাথায় রেখে ২৫ এপ্রিল খুলে দেয়া হচ্ছে শপিংমল এবং দোকানপাট। তবে ক্রেতা এবং বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বাংলাদেশে ভাইরাসের সংক্রমণে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে এই লকডাউন চলবে 28 এপ্রিল পর্যন্ত। ভাইরাসের সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফায় ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি আরও বেশি খারাপের দিকে যাওয়ায় আবারো ১৪ থেকে২১ এপ্রিল পর্যন্ত লকডাউন দেয়া হয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তৃতীয়বারের জন্য ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন অব্যাহতি থাকে। এই লকডাউন এর আওতায় প্রথমদিকে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে ব্যাংকগুলো খুলে দেয়া হয়।
Post a Comment