বাংলার অনেক জনপ্রিয় একটি .সিনেমা (.Goynar Baksho .গয়নার বাক্স) তবে এই .সিনেমাটি অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু কোন ওয়েবসাইট বা ইউটিউবে .সিনেমাটি পাওয়া যাচ্ছে না।
এখন আমি দেখাবো এই .সিনেমাটি কিভাবে সহজেই নিতে পারেন এবং সরাসরি দেখতে পারেন। এই .সিনেমাটি কিভাবে .ডাউনলোড করবেন সম্পূর্ণ লেখাটি ভালো করে পড়ে নিন।
এই পোষ্টের একেবারে নিচের দিকে .ডাউনলোড লিংক দেওয়া আছে প্রথমে এই .ডাউনলোড লিংক কপি করে নতুন কোন ব্রাউজারে ওপেন করে নিন।
তারপর নিচে দেওয়া ছবির মত একটি ছবি দেখতে পারবেন। এরপর উপরের দিকে একটি .ডাউনলোড আইকন দেখতে পারবেন অর্থাৎ আইকনটি তীর দিয়ে দেখানো হয়েছে।
এই তীর চিহ্ন দিয়ে দেখানো আইকনটিতে ক্লিক করলে ঠিক নিচে দেওয়া ছবির মত নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন।
এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো এর উপর ক্লিক করলে .সিনেমাটি .ডাউনলোড হওয়া শুরু করবে। আর যদি সরাসরি দেখতে চান তাহলে নিচে দেওয়া ছবির মত একটি ভিডিও আইকন দেখতে পারবেন যেমন তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এখানে ক্লিক করলে সরাসরি দেখতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেইজে আপনার সমস্যাটি কমেন্ট করতে পারেন। আমরা তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো।
Post a Comment