১৮ বছরের ঊর্ধ্বে টিকা ছাড়া বের হলেই কঠোর শাস্তি

১৮-বছরের-ঊর্ধ্বে-টিকা-ছাড়া-বের-হলেই-কঠোর-শাস্তি

৮ই আগস্ট থেকে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মোট ১৪০০০ হাজার কেন্দ্রে গণ টিকা একযোগে শুরু হবে। সাত দিনে প্রায় এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে। 

বয়স্ক ব্যক্তিরা এই টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং একই সাথে কর্মরত মানুষ, দোকানদার, গণপরিবহন কর্মীদের তাদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নিতে হবে। টিকা ছাড়া কাউকে কাজে যোগ দিতে দেওয়া হবে না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক মঙ্গলবার ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠকে ভাইরাস সংক্রমণের উপর আরো কঠোর বিধিনিষেধ আরোপ করে ১০ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মোজাম্মেল হক বলেন, কাউকে টিকা ছাড়া দোকান খুলতে বা বাইরে যেতে দেওয়া হবে না। যদি ১৮ বছরের বেশি বয়সী কেউ টিকা না দিয়ে বাইরে চলে যায় তবে এটি শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।

তিনি বলেন, এখন ওয়েবসাইটে ভ্যাকসিনের তথ্য আছে, কেউ মিথ্যা তথ্য দিতে পারবে না।

মন্ত্রী আরো বলেন, কেউ ১১ আগস্টের পর টিকা ছাড়া চলাফেরা করলে তার শাস্তি হবে। টিকা দেওয়া আবশ্যক। আইন পাস না হলেও, অধ্যাদেশ জারি করার পর শাস্তির ক্ষমতা দেওয়া হবে। 

Post a Comment

Previous Post Next Post