দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বৃহস্পতিবার ভোরে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে দুই যুবক নিহত ও অপর একজন আহত হয়েছে।

নিহতরা হলেন শিবনগর এলাকার বাসিন্দা বুলবুল আহমেদের ছেলে তাজিম আহমেদ (১৭) ও বাসুদেব এলাকার আওয়েজ উদ্দিনের ছেলে হাসান সবুজ (২৬)।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে রহমানিয়া ক্রসিংয়ে বিপরীত দিক থেকে আসা একটি চাল বোঝাই ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাজিম ও সবুজ নিহত হয় এবং খালিদ আহত হয়।

ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

Post a Comment

Previous Post Next Post