দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুনে স্থানান্তরিত করা হয়েছে। অর্থাৎ একদিন আগে পেছানো হলো ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা।
এদিকে,শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছে প্রশ্নপত্র যেন ফাঁস না হয় তার জন্য আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানান,শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মোট ২০,২্৮৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে বলে আশা করা হচ্ছে।
দীপু মনি বলেন, রুটিন অনুযায়ী ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৫ জুন হওয়ার কথা ছিল। কিন্তু ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ায় তা ২৪ জুন করা হয়েছে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৯ জুন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
Post a Comment