জিও পাগলা হলো ২০১৭ সালের রবি কিনাগী পরিচালিত একটি ভারতীয় বাংলা কমেডি চলচ্চিত্র। ছবিটি শৈলেশ দের বাংলা নাটক বোর্ডিং-এর একটি নির্মাণ।
সিনেমাটির কাহিনী
অনন্ত, সুজয়, আনন্দ এবং রাজাশৌঙ্কর যারা ছোটবেলা থেকেই খুব কাছের বন্ধু। অনন্ত, একজন ফ্যাশন ফটোগ্রাফার একটি ভাড়া বাড়িতে থাকতে, যার মালিক খগেন মাল। তার তিন বন্ধু অনেক ভালো তারা ছোটবেলায় একসাথেই থাকতেন। কলকাতায় চাকরির জন্য আনন্দকে কলকাতায় এসে অনন্তের সঙ্গে থাকতে হয়। এর পরে, সুজয় ডান্স পাগলু নাচের সাক্ষাত্কারের জন্য কলকাতায় আসেন। ঘটনার নাটকীয়তাই মোড় নেয়, সব বন্ধুরা অনন্তের ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতে বাধ্য হয়। একদিন খোগেন তার তৃতীয় স্ত্রী, তোলা বৌদির সাথে দুষ্টুমি করতে গিয়ে তাদের ধরে ফেলে এবং তাদের বাড়ি ছেড়ে দিতে বাধ্য করে।
সিনেমাটিতে যারা যারা অভিনয় করেছে
অনন্ত চরিত্রে যীশু সেনগুপ্ত
রাজশঙ্কর ঢোল ওরফে গৌরী চরিত্রে সোহম চক্রবর্তী
আনন্দের চরিত্রে হিরণ চ্যাটার্জি
সুজয় ওরফে সুমনার চরিত্রে বনি সেনগুপ্ত
প্রিয়ার চরিত্রে শ্রাবন্তী চ্যাটার্জি
নন্দিতা ওরফে নদির চরিত্রে পায়েল সরকার
শশীকলার চরিত্রে ঋত্বিকা সেন
মোনালিসার চরিত্রে কৌশানি মুখার্জি
বাড়ির মালিক খগেন মাল চরিত্রে সুপ্রিয় দত্ত
নেপাল খল চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য
নয়নতারা দেবীর চরিত্রে অনুরাধা রায়
জমিদারের ভূমিকায় বিশ্বজিৎ চক্রবর্তী
শশীকলার মামার চরিত্রে কাঞ্চন মল্লিক
শশিকলার খালার চরিত্রে শর্মিলা দাস
বিচারক হিসেবে রিমঝিম মিত্র
hi
ReplyDeletejio Pagla
ReplyDeletePost a Comment