দ্য সাইলেন্স ওয়েব সিরিজ


সৃষ্টির শুরু থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের প্রবল আগ্রহ ছিল। এমনই এক নিষিদ্ধ প্রেমের গল্প নিয়ে এসেছে ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজ 'দ্য সাইলেন্স'। এতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, শমল মাওলা, আজিজুল হাকিম, বিজোরী বরকতুল্লাহ আরো অনেকেই। 

সিরিজটির গল্পের কাহিনী।

একটি দরিদ্র পরিবার তারা ধনী হতে চায়, তাদের হঠাৎ কোটিপতি হওয়ার বড় ইচ্ছা করে যার ফলে তারা নানা খারাপ কাজ করতে থাকে কিন্তু তারপরেই একটি  দম্পতির দেখা হয়। এই দম্পতির কিছু রহস্যময় কাজ আছে। তবে এই হতদরিদ্র পরিবারের কাছ থেকে তারা কী চায় সেটাই মূলত গল্পের রহস্য।

ওয়েব সিরিজটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও শমল মাওলা। তাদের পোস্টারে অ্যাডাম এবং ইভের ঐতিহাসিক ভঙ্গি তৈরি করা হয়েছে, 'নিষিদ্ধ' গাছ থেকে একটি আপেল ধরেছে দেখতে পাওয়ার ছবি সবাই দেখেছেন অবশ্যই।

Post a Comment

Previous Post Next Post