সাবরিনা ওয়েব সিরিজটি আশফাক নিপুন নির্মাণ করেছে,এটি বাংলাদেশী নাটক থ্রিলার স্ট্রিমিং টেলিভিশন সিরিজ হিসেবে প্রকাশ পেয়েছে। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে মেহজাবিন চৌধুরী, নাজিয়া হক অর্ষা, এবং রুনা খান। সাবরিনা ওয়েব সিরিজটি ২৫ মার্চ ২০২২ এ হৈচৈতে প্রিমিয়ার রিলিস করা হয়েছে।
হাসপাতালে একজন রোগী ভর্তি হয় যার নাম সাবরিনা। এদিকে আমাদের মেহজাবিন ওরফে সাবরিনা ওই রোগীর ট্রিটমেন্ট করার দায়িত্ব পড়ে। ডাক্তার সাবরিনা যথাসাধ্য চেষ্টা করে রোগীটিকে সুস্থ করে তোলে কিন্তু এদিকে রোগীর লোকজনেরা সাবরিনাকে খারাপ চোখে দেখে এবং তার প্রতি প্রতিহিংসার তৈরি হয়। এমনই এক ঘটনা নিয়ে সাবরিনা ওয়েব সিরিজটি নির্মাণ করা হয়েছে।
অভিনয় করেছে
সাবরিনার চরিত্রে মেহজাবিন চৌধুরী
সাবরিনা হোসেন চরিত্রে নাজিয়া হক অর্ষা
বেবি চরিত্রে রুনা খান
শওকত হোসেন চরিত্রে ইন্তেখাব দিনার
বাহাদুর চরিত্রে হাসান মাসুদ
অভি চরিত্রে ইয়াশ রোহান
খুরশেদ আলম চরিত্রে এজাজুল ইসলাম
লিয়াকত হোসেন চরিত্রে ফারুক আহমেদ
Post a Comment