দেবী সিনেমাটিতে রানুর (জয়া আহসান) জীবন এবং তার অলৌকিক ক্ষমতা কিভাবে পেলো বা সে এতো কিছু আগে আগে কিভাবে বলে দিতে পারে তাই নিয়ে দেবী সিনেমার গল্প। সে তার এই সব অদ্ভুদ প্রশ্নের উত্তর খুঁজতে চঞ্চল চৌধুরী ওরফে সাইকিয়াট্রিস্ট মিসির আলীর কাছে যায়।
পরিচালক: অনম বিশ্বাস
লেখক: হুমায়ূন আহমেদ, অনম বিশ্বাস
অভিনয়: জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া
Post a Comment