মোশারফ করিমের মহানগর-১ কিভাবে দেখবেন এখানে দেখুন।


মহানগর প্রথম পর্ব সিরিজটি শুরু হয় একটি দুর্ভাগ্যজনক রাত, বাংলাদেশের একটি থানা, অপরাধী, বিশিষ্ট শিল্পপতি, মিডিয়া, সাধারণ জনগণের সমন্বয়ে একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সিরিজটির প্রথম পর্ব নির্মাণ করা হয়। সিরিজটির প্রথম পর্বের প্রথম পার্টটিতে দেখা যায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন এবং উপ পরিদর্শক মলয় কুমার রাতে রাজধানীতে রাউন্ড আপ করছে। এই সময় ছোট ছোট বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এভাবেই প্রতিটা পর্বের পার্টগুলো সাজানো হয়েছে। 

আটটি পর্ব নিয়ে সিরিজটি নির্মাণ করা হয়েছে এবং সিরিজটি ২৫ জুন ২০২১ সালে হৈচৈতে প্রথম রিলিজ করা হয়েছে এবং এখনোও পর্যন্ত হৈচৈ চলতেছে। মহানগর প্রথম পর্ব সিরিজটিতে অভিনয় করেছে খায়রুল বাসার, শমল মাওলা, নিশাত প্রিয়ম, মোস্তাফিজুর নূর ইমরান, নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মমো, শাহেদ আলী। ২০২৩ সালের মার্চ মাসে সিরিজটি মোহনগর-২ এর দ্বিতীয় পর্ব আনা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post