ছয় পর্বের ৯ এপ্রিল এই সিরিজে অনৈতিক কাজ, লোভ, প্রতারণা, অহংকার ও ক্ষমতার অপব্যবহার কীভাবে মানুষের জ্ঞানকে নষ্ট করে দেয় তা তুলে ধরা হয়েছে। বিঞ্জের ৯ এপ্রিল এই ওয়েব সিরিজ এমনই এক নৃশংস হত্যাকাণ্ডের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তবে সিরিজটি দেখে সমাজের অনেক কিছু শিখার রয়েছে।
৯ এপ্রিল সিরিজটি পরিচালনা করেছে কৌশিক শংকর দাস এবং সিরিজটিতে মূল চরিত্রে অভিনয় করেছে তমা মির্জা, জাকিয়া বারী মম, ত্রপা মজুমদার, সাদিকা স্বর্ণা, সোহেল মন্ডল এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন: হিন্দল রায়, এম আই জুয়েল, আরেফিন জিলানী, নিপা খান, মাসুদ হোসেন হিমু, কাকা মাকসুদ।
Post a Comment