বাস্তব ঘটনা অবলম্বনে তাসনিয়া ফারিনের নিকষ সিরিজটি কিভাবে দেখবেন।


নিকষ সিরিজটি বর্তমান যুগে টিকটিক এর উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। বর্তমানে আমাদের তরুণ সমাজের ছেলেমেয়েরা কিভাবে টিকটক ব্যবহার করছে এবং এটি আমাদের ছেলে মেয়েদের কাছে নেশার মত কাজ করছে। একটি দরিদ্র ঘরের মেয়ে কিভাবে টিকটক বন্ধুদের সাথে মিলে নষ্ট হয়ে যায় তারই ধারাবাহিকতার বাস্তব কাহিনী তুলে ধরা হয়েছে এই নিকষ সিরিজটিতে। সুতানার ছোট বোন লিজা নিখোঁজ। লিজা টিকটক দলের নেশায় জড়িয়ে পড়ে। লিজার অবস্থা জানার জন্য সুলতানা নিজেকে ঝুঁকিতে ফেলে। লিজাকে কি উদ্ধার করা সম্ভব হবে?

সিরিজটিতে অভিনয় করেছে তাসনিয়া ফারিন, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসেন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসরাত জাহান হৃদিকাসহ আরো অনেকেই।

পরিচালক: হাসান রুবেল, লেখক: উদ্দিন সুমনের বেদি

1 Comments

Post a Comment

Previous Post Next Post