দেশের স্বনামধন্য একজন বিজনেসম্যান যে কিনা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় কিন্তু কেন? এত বড় বিজনেসম্যানকে অদৃশ্য করল কারা, এর পিছনে মাস্টারমাইন হিসেবে কে রয়েছে? এমনই ঘটনাকে কেন্দ্র করে হৈচৈ অদৃশ্য সিরিজটি নির্মাণ করা হয়েছে। আমি মনে করি ওয়েব সিরিজটি দেখে সবাই মুগ্ধ হবে কারণ সিরিজটিতে অনেক টান টান টুইস্ট রয়েছে যা কিনা সিরিজটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে।
অদৃশ্য সিরিজটি বাংলা ভাষার হৈচৈ অরিজিনাল একটি ওয়েব সিরিজ। এই সিরিজে মাহফুজ আহমেদ, অপি করিম, নিশাত প্রিয়ম সহ আরও অনেক নামী অভিনেতা অভিনয় করেছে। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা এবং প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। প্রযোজনা সংস্থা আলফা-আই প্রযোজনার দায়িত্বে ছিল।
Dhaka metro web series আপলোড দিবেন প্লিজ
ReplyDeletePost a Comment