মন্দার ওয়েব সিরিজটি কিভাবে দেখবেন দেখে নিন।

মন্দার সিরিজে ডাবলু ভাই উপকূলীয় জেলেদের এই গ্রামের গিলপুরের শক্তিশালী একজন নেতা। তিনি স্থানীয় রাজনীতিবিদ মদন হালদারের সহযোগীতায় জেলেদের শোষণ করে আসছে অনেক দিন ধরে। মন্দার ডাবলু ভাইয়ের হিসেবে কাজ করে। ডাবলু ভাই একজন সুপারভাইজারকে হত্যা করতে মান্দারকে পাঠায়। মন্দার হত্যাকাণ্ড শেষ করে ফিরে আসার সময় একটি বৃদ্ধ মহিলা ডাইনি মন্দারকে রূপকভাবে বলে যে সে ডাবলু ভাইয়ের ভবিষ্যৎ শাসনভার গ্রহণ করবে।


অভিনয়

মন্দার চরিত্রে দেবাশীষ মন্ডল-ম্যাকবেথের উপর ভিত্তি করে

লাইলি চরিত্রে সোহিনী সরকার-লেডি ম্যাকবেথ অবলম্বনে

দেবেশ রায়চৌধুরী ডাবলু ভাই চরিত্রে-কিং ডানকানের উপর ভিত্তি করে

ডাবলু ভাইয়ের স্ত্রীর চরিত্রে-সুমনা মুখোপাধ্যায়

মুকাদ্দার মুখার্জির চরিত্রে-অনির্বাণ ভট্টাচার্য

বনকা চরিত্রে শঙ্কর দেবনাথ-ব্যাঙ্কো ভিত্তিক

মদন হালদার চরিত্রে লোকনাথ দে-ম্যাকডাফের উপর ভিত্তি করে

মনচা চরিত্রে দিগন্ত সাহা-ম্যালকম অবলম্বনে

ফন্টাস হিসেবে কোরাক সামন্ত-ফ্লাইন্সের উপর ভিত্তি করে

লকুমনির চরিত্রে-দোয়েল রায়নন্দি

মজনু বুড়ি চরিত্রে সজল মন্ডল-প্রথম ডাইনি

পেডো চরিত্রে সুদীপ ধারা-দ্বিতীয় ডাইনি

Post a Comment

Previous Post Next Post