এ এমন পরিচয় সিরিজটি দেখে নিন।

এ এমন পরিচয় সিরিজটির প্রধান ভূমিকায় অভিনয় করেছে জনপ্রিয় অভিনেতা শ্যমল মাওলা এবং আয়েশা খান ৷ এটি একাধিক পর্ব সহ প্রথম দীর্ঘ সিরিজ। প্রতিটি সিজনে ২০ টি পর্ব আছে যা পর্যায়ক্রমে প্রকাশিত হবে। সিরিজটি একাধারে প্রেমের গল্প, রাজনৈতিক থ্রিলার এবং সিরিজটিতে আরো অভিনয় করেছে শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিক।

Post a Comment

Previous Post Next Post