পাভেল এবং মহিমার নতুন ওয়েব সিরিজ সাসপেন্ডেড বয়ফ্রেন্ড। সিরিজের দেখা যায় সেজান অহনাকে ভীষণ ভালোবাসে কিন্তু সেজান যতবারই ভুল করে ততবারই তার আদরের প্রিয় অহংকারী বান্ধবী অহনা তাকে বিভিন্ন প্রকার বিভিন্ন সময় শাস্তি দিতে থাকে। সেজান অহনাকে পাগলের মত ভালবাসে বলেই হয়তো তার সব শাস্তি মুখ বুজে সহ্য করে নেয় সেজান। এমনি দুষ্ট মিষ্টি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে সাসপেন্ডেড বয়ফ্রেন্ড ওয়েব সিরিজটি।
পরিচালকঃ আরমান রহমান প্রত্যয়
Post a Comment