স্টোর রুম সিরিজটি ভৌতিক কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে। এখানে অপূর্ব সাবিলা নূর স্বামী স্ত্রী , তারা থাকার জন্য একটি বাড়ি ভাড়া নেয়। সেই বাড়িতে কিছু দিন থাকার পর সাবিলা রান্না ঘরের স্টোর রুমে কিছু অদ্ভুদ জিনিস দেখতে পায় এবং এই কথা অপূর্ব এর সাথে শেয়ার করে কিন্তু অপূর্ব এই কথা বিশ্বাস করে না বরং সে হাসি-তামাস করতে থাকে। এদিকে সাবিলা এই বাসা ছেড়ে দিতে বলে কিন্তু অপূর্ব ছেড়ে দে না, এইভাবে চলতে থাকে অনেক দিন কিন্তু অপূর্ব একদিন রাতে অদ্ভুদ স্বপ্ন দেখে তখন অপূর্ব বিশ্বাস করে আসলেই এই বাড়িতে কিছু আছে তবে এই স্বপ্নের মধ্যেই এর থেকে পরিত্রাণের মুক্তি লুকিয়ে আছে! তারপর কি ঘটতে করেছে তা জানার জন্য দেখতে হবে স্টোর রুম সিরিজটি। রুবেল হাসানের পরিচালনায় মেজবাহ উদ্দিন সুমনের রচনায় জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নুর, শাহেদ আলী অভিনীত একটি ওয়েব সিরিজ স্টোর রুম।
সিরিজ স্টোর রুম
অভিনয়ঃ অপূর্ব, সাবিলা নূর, শাহেদ আলীসহ আরো অনেকে
গল্প ভাবনাঃ অপূর্ব
রচনাঃ মেজবাহ উদ্দিন সুমন
পরিচালনাঃ রুবেল হাসান
Post a Comment